2025-10-14
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

টেলিকম ও প্রেস স্টিকার লাগানো গাড়িতে গাঁজা পাচার! অভিযানে বাজেয়াপ্ত ৫৮০ কেজি গাঁজা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে বড়সড় সাফল্য অর্জন করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ওসি সনেশ দেববর্মার নেতৃত্বে চালানো এই অভিযান ঘিরে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রে জানা গেছে, সোমবার রাতে চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযানে পুলিশ মোট ৫৮০ কেজি শুকনো গাঁজা, দুটি বিলাসবহুল গাড়ি, এবং একজন পাচারকারীকে আটক করেছে।

চামপ্লাইবাড়ি এলাকায় প্রথম অভিযানে ২১৯ কেজি গাঁজা উদ্ধার হয় একটি গাড়ি থেকে। গাড়িটিতে “টেলিকম ডিউটি” ও “প্রেস” স্টিকারসহ ২–৩টি ভুঁয়া নম্বর প্লেট লাগানো ছিল। পরবর্তীতে জানা যায়, গাড়িটির প্রকৃত নম্বর TR01A-0852। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, প্রশাসনিক পরিচয়ের ছদ্মবেশে গাঁজা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা।

অন্যদিকে, উত্তর মহারানী এলাকায় দ্বিতীয় অভিযানে ৩৬১ কেজি গাঁজাসহ আটক করা হয় সনজিৎ সরকার নামে এক বিলাসবহুল SUV চালককে (নম্বর TR01CA-0481)।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ এবং ডি.সি.এম সূরজিৎ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অভিযানের তদারকি করেন।

এ প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান, “এই অভিযান আমাদের চলমান মাদক বিরোধী তৎপরতার অংশ। আমরা এখন বড় চক্রের সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।”

এই সফল অভিযানের পর তেলিয়ামুড়া মহকুমা জুড়ে পুলিশের সক্রিয় ভূমিকা ব্যাপক প্রশংসা অর্জন করেছে। স্থানীয় মহল মনে করছে, এই অভিযান রাজ্যে মাদক পাচার রোধে প্রশাসনের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে সামনে এনেছে।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service