জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পেল তপন সাহা। শনিবার টি.এফ.এ অফিস কার্যালয়ে এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এর গর্ভরনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ।এ দিনের বৈঠকে সর্বসম্মতি ক্রমে যুগ্ম সচিব হিসেবে নির্বাচিত হয় তপন সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, রতন সাহা সহ অ্যাসোসিয়েশন এর অন্যান্য কার্যকর্তারা।
খেলা
টিএফএ-র নতুন যুগ্মসচিব তপন সাহা
- by janatar kalam
- 2023-06-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this