2024-12-03
agartala,tripura
ধর্ম বিশ্ব

ইসকনকে নিষিদ্ধ করতে আদালত কোনও নির্দেশ দেবে না’ মন্তব্য বাংলাদেশের হাইকোর্টের

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইস্কনের কার্যকলাপে নিষেধাজ্ঞা আরোপের জন্য স্বতঃপ্রণোদিত হয়ে কোনও আদেশ জারি করতে বারণ করেছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিন শুনানির সময়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চের সামনে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হয়। আদালত আশা প্রকাশ করেছে যে সরকার দেশের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ সতর্কতা অবলম্বন করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service