জনতার কলম ওয়েবডেস্ক :- আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি ভারতের শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমরা ভারতের নিজস্ব শিক্ষাব্যবস্থায় শিক্ষিত হইনি। আমাদের শিক্ষা হয়েছিল ম্যাকোলের শিক্ষাব্যবস্থায় (Macaulay Knowledge System – MKS)। আমাদের চিন্তা, জ্ঞানার্জনের ভিত্তি ও বুদ্ধিমত্তা সেখান থেকে গড়ে উঠেছে।”
ভাগবত আরও বলেন, “অনেকে বলেন আমরা ঔপনিবেশিক প্রভাবে পরিপুষ্ট হয়েছি। আমরা ভারতীয়, তবু আমাদের মন ও বুদ্ধিতে আমরা বিদেশি হয়ে গিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে সেই বিদেশী প্রভাব থেকে মুক্ত হতে হবে। কেবল তখনই আমরা আমাদের নিজস্ব জ্ঞান ঐতিহ্যকে উপলব্ধি করতে পারব এবং এর গুরুত্ব বোঝার সক্ষমতা অর্জন করতে পারব।”
তিনি আরও যোগ করেন, “এদিকে, বিশ্বের অন্যান্য দেশ যদি কিছু অগ্রগতি করেছে, আমাদের উচিত তাদের অগ্রগতির রহস্য বোঝা এবং মূল্যায়ন করা। আমরা যা ভালো তা গ্রহণ করতে পারব এবং যা অপ্রয়োজনীয় তা ত্যাগ করতে সক্ষম হব।”
ভাগবতের এই মন্তব্যকে দেশীয় শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতিক জ্ঞান পুনরুজ্জীবিত করার পরিপ্রেক্ষিতে গুরুত্বপুর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Leave feedback about this