জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৫ মৌসুমে এমএলএস গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন তারকা। ইন্টার মায়ামি সিএফ-এর হয়ে তার দ্বিতীয় পূর্ণ মৌসুমে মেসি করেছেন ২৯টি গোল এবং দিয়েছেন ১৯টি অ্যাসিস্ট, মোট ৪৮টি গোল অবদান রেখে।
এই কৃতিত্বে মেসি পেছনে ফেলেছেন ডেনিস বুয়াঙ্গা ও স্যাম সুরিজ-কে, হয়ে উঠেছেন ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী। পাশাপাশি, ২০২১ সালে তাতি ক্যাস্তেলানোসের পর প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন তিনি।
মেসির এই মৌসুমের ৪৮টি গোল অবদান কার্লোস ভেলার ২০১৯ সালের রেকর্ডের মাত্র এক ধাপ নিচে। বিশেষজ্ঞদের মতে, তিনি এখন এমএলএস ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয়বার টানা MVP (Most Valuable Player) পুরস্কার জেতার পথে আছেন।
এছাড়া, সপ্তাহের শুরুতেই মেসি নতুন ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও — আর্জেন্টিনার হয়ে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টদাতা হয়েছেন তিনি, সংখ্যাটি এখন ৬০। পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ে দুটি অ্যাসিস্ট করে এই রেকর্ড স্পর্শ করেন বিশ্বফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।
Leave feedback about this