জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বাজাজ ফাইন্যান্সের নাম করে শ্রমিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিল প্রতারকরা। শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান প্রতারিত শ্রমিক। সংবাদে প্রকাশ বিশালগড় রাউৎখলা শ্রমিক প্রসেনজিৎ সাহা ওরফে মধুর মোবাইলে শুক্রবার সকালবেলায় একটি কল আসে যে বাজাজ ফাইন্যান্স থেকে উনার নামে ২৫ হাজার টাকা লোন অনুমোদন হয়েছে। দীর্ঘক্ষণ প্রসেনজিৎ সাহার সঙ্গে ফোনে আলোচনা করার পর উনাকে বলে উনার ডকুমেন্ট সাবমিট করার জন্য সে মোতাবেক উনি ডকুমেন্ট সাবর্মিট করেন ও লোনটি পাওয়ার জন্য উনাকে ১১৫০ টাকা প্রসেসিং চার্জ ট্রান্সফার করতে বলেন। তারপর ওনার মোবাইল কানেকশন থাকার সঙ্গে সঙ্গে উনার অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা লোন পেয়ে যাবেন। সে মোতাবেক শ্রমিক প্রসেনজিৎ সাহা না বুঝেই ১১৫০ টাকা প্রতারকদের একাউন্টে ট্রান্সফার করে দেন। তার সঙ্গে সঙ্গেই প্রতারকদের মোবাইল বন্ধ হয়ে যায়। প্রতারকদের মোবাইল যখন অফ আসছে তখন তিনি বুঝতে পারলেন যে উনার সঙ্গে বাজাজ ফাইন্যান্সের নামে প্রতারণা করে ১১৫০ টাকা হাতে নিয়েছে প্রতারকরা। শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসন যেন উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানান প্রতারিত যুবক। পাশাপাশি যুবক-যুবতীরা যেন প্রতারকদের প্রলোভনে না পড়েন তারও আহবান জানায় সে।
অপরাধ
বাজাজ ফাইন্যান্স দ্বারা প্রতারণার শিকার দিন-দরিদ্র শ্রমিক
- by janatar kalam
- 2022-07-30
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this