জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটো দুর্ঘটনায় মৃত্যু হল অটো চালকের। মৃতের নাম সত্যজিৎ মজুমদার। দুর্ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন মনুরমুখের রামনগরে এলাকায়। নিহত অটো চালকের বাড়ি মনুরমুখের মধ্যপাড়া এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় অটোটি বাঁশ বোঝাই করে বনকর থেকে রামনগর এলাকায় বাঁশগুলি নামিয়ে দিয়ে এক যাত্রীকে নিয়ে গ্রামের মাটির রাস্তা দিয়ে যাচ্ছিল।
সরু রাস্তা হওয়ায় হঠাৎ অটোটি রাস্তার পাশে প্রায় ১০ ফুট নিচে জমিতে পড়ে যায়। আর সেখানেই অটো চাপা পড়ে চালক তথা মালিক সত্যজিত মজুমদার গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান প্রয়াতের আত্মীয় পরিজন সহ অন্যান্য অটো চালকরা। বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক অরূপ রায় জানান ঘটনাস্থলেই মৃত্যু হতে পারে অটো চালক সত্যজিৎ মজুমদারের।
Leave feedback about this