জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার ইউপির মউ-এ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে, সিএম যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস সরকার গঠন করলে ব্যক্তিগত আইন প্রয়োগ করবে। মানে তালেবান শাসন। মেয়েরা স্কুলে যেতে পারবে না। নারীরা বাজারে যেতে পারবে না। তিন তালাকের কুপ্রথা আবার চালু করবে। নারীদের বোরকার নিচে লুকিয়ে থাকতে হবে।
তিনি বলেন- সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ইশতেহার দেখুন। মনে হচ্ছে এটা যেন মুসলিম লীগের ইশতেহার। তারা বলছেন, কংগ্রেস সরকার গঠন করলে মুসলমানদের সংরক্ষণের সুবিধা দেবে। যদিও বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে ধর্ম সংরক্ষণের ভিত্তি হতে পারে না।
তিনি আরো বলেন, যে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের লোকেরা আপনার অধিকার কেড়ে নিতে চায়। তাদের ইশতেহারে বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে জনগণের ওপর উত্তরাধিকার কর আরোপ করবে। উত্তরাধিকার কর মানে আপনার পূর্বপুরুষদের তৈরি করা কোনো সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কংগ্রেস সরকার এলে সেই সম্পত্তির অর্ধেক তারা নেবে।
তিনি বলেন, মাফিয়া এখন ধূলিসাৎ হয়ে গেছে, মাফিয়া এখন এখানে কিছুই অবশিষ্ট নেই।
Leave feedback about this