2024-12-02
agartala,tripura
দেশ রাজনৈতিক

ED-CBI-এর চাপে পরে দল বদলায়নি : গেহলট

জনতার কলম ওয়েবডেস্ক :- আম আদমি পার্টি থেকে পদত্যাগ করা কৈলাশ গেহলট আজ বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্যপদ নেন তিনি। বিজেপি নেতা মনোহর লাল খট্টর, দুশ্যন্ত গৌতম এবং হর্ষ মালহোত্রার উপস্থিতিতে বিজেপির সদস্যপদ নেন কৈলাশ গেহলট।

বিজেপিতে যোগ দেওয়ার পরে গেহলট বলেছিলেন‘ ‘আপ ছাড়া আমার পক্ষে খুব সহজ পদক্ষেপ ছিল না। সেই প্রথম দিন থেকে আপের সঙ্গে ছিলাম। অণ্ণা হজারের আন্দোলনেও যুক্ত থেকেছি।’’ তার পরই তিনি বলেন, ‘‘অনেকে মনে করছেন আমি রাতারাতি সিদ্ধান্ত নিয়েছি। কিংবা কোনও চাপের মুখে পড়ে আপ ছেড়েছি। আমি তাঁদের বলতে চাই, কোনও চাপ ছিল না।’’

কৈলাসের দল ছাড়ার পরই তাঁর বিরুদ্ধে সরব হতে শুরু করে আপ। আপ নেতাদের একাংশের মতে, বিজেপির চাপের মু‌খেই এই সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস। এর আগে ইডি এবং আয়কর দফতর তাঁর বাড়িতে হানা দিয়েছিল। আপ সূত্রে দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে তাঁর উপর। সম্ভবত সেই কারণেই দল ছাড়ছেন কৈলাস। আপ নেতা সঞ্জয় সিংহও সেই অভিযোগ তুলেছিলেন। তবে বিজেপিতে যোগ দিয়ে কৈলাস স্পষ্ট করেন, তাঁর উপর কোনও চাপ ছিল না।

বছর পঞ্চাশের কৈলাস দীর্ঘ দিন আপের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ, তথ্যপ্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। রবিবার কেজরীওয়ালের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকেও চিঠি লিখে মন্ত্রিত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন। উল্লেখ্য, আগামী বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে গহলৌতের দলত্যাগ এবং বিজেপিতে যোগ আপকে বেশ ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service