জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপির মিথ্যার ইমারত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শেষ রক্ষা করার একটা অপচেষ্টা হিসেবে এটাও আরেকটা পদক্ষেপ। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে প্রতিক্রিয়া এই মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি নির্বাচনী বন্ডের প্রসঙ্গ টেনে বলেন, সি এ এর মতো সংবিধান বিরোধী আইন তৈরি করে নির্বাচনী বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা তুলেছে ভারতীয় জনতা পার্টি।
যে টাকায় এই দেশের গণতন্ত্র জবাই করার কাজ চালিয়ে গেছে বিজেপি। তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছে ব্যক্তিগত এবং বিজেপি দলের। এই চুরি- অন্যায় সুপ্রিম কোর্টে ধরা পড়ে এখন তাদের মুখ পুড়েছে। এটাকে আড়াল করার জন্য চেষ্টা করেও পার পায়নি। এই ঘটনার বহুমুখী প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে।
তাই এটাকে একটু আড়াল করা যায় কিনা সেই অপচেষ্টা হিসেবে জেনে শুনেই সি এ এ লাগু করা হয়েছে। যাতে অন্যদিকে জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় কিনা। জিতেন বাবু বলেন, ত্রিপুরায় আড়ালে শিকারি মোরগের মতো বিজেপিকে যারা বিভিন্ন ভাবে সাহায্য করছিল গত বিধানসভা ভোটে তাদেরও আসল চেহারা ধরা পড়বে। মুখোশটা বেআব্রু হবে।
Leave feedback about this