May 17, 2024
agartala,tripura
দেশ

রেপো হারে কোনো পরিবর্তন নেই, ৬.৫% এ অপরিবর্তিত রাখা, RBI MPC সিদ্ধান্ত 

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস আজ মূল সুদের হার সম্পর্কে মুদ্রানীতি কমিটির (এমপিসি) সিদ্ধান্ত ঘোষণা করেছেন। RBI MPC রেপো রেটে কোন পরিবর্তন করেনি। এটি ৬.৫% ধরে রাখা হয়েছে।

এটি ২০২৪-২৫ (FY25) আর্থিক বছরে প্রথম RBI MPC ঘোষণা। গত টানা ছয়টি এমপিসির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। এমনকি সপ্তম বৈঠকেও রেপো রেট ৬ দশমিক ৫ শতাংশে রাখা হয়েছে। আরবিআই এমপিসির তিনদিনের বৈঠক শুরু হয়েছে ৩ এপ্রিল।

আরবিআই গভর্নর বলেছেন যে খাদ্যমূল্যের অনিশ্চয়তার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি নিয়ে সতর্ক রয়েছে আরবিআই। MSF হার ৬.৭৫% এ বজায় রাখা হয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে ছয় এমপিসি সদস্যের মধ্যে পাঁচজন রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service