May 20, 2024
agartala,tripura
পর্যটন রাজ্য

পর্যটনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান চাইছে সরকার : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটনের মাধ্যমে আগামী দিনের রাজ্যে বিশাল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে । রাজ্য সরকার চাইছে ভারতের পর্যটন মানচিত্রে ত্রিপুরার স্থান একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে । সেই লক্ষ্যে এডিবির সাহায্যে পর্যটনের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে । যার জন্য ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নির্বাচন করা হয়েছে । ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলীর টিম রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি ঘুরে দেখে গেছেন । পুজোর পরেই ব্র্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলী সশরীরে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করবেন এবং রাজ্য সরকারের সঙ্গে সৌজন্য আলাপ আলোচনায় মিলিত হবেন । রাজ্যের বিরাট অংশের বেকার যুবক-যুবতীদের ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যেই সরকার পর্যটনের বিকাশ চাইছে । বৃহস্পতিবার রাজ্য পর্যটন নিগমে বোর্ড অফ ডিরেক্টরস এর বৈঠক শেষে এই তথ্য তুলে ধরেছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । শ্রী চৌধুরী আরও জানান , অচিরেই ভারতের পর্যটন মানচিত্রে একটা বিশেষ স্থান করে নেবে ত্রিপুরা ।

 

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service