May 20, 2024
agartala,tripura
দেশ

লক ডাউন 3.0 তে কাদের ঘর থেকে বেরোতে না করছে মন্ত্রক

লকডাউন ১৭ মে পর্যন্ত বর্ধিত করার পাশাপাশি শুক্রবার নতুন নির্দেশিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই নতুন নির্দেশিকা অনুযায়ী প্রবীণ নাগরিক, প্রসূতি মহিলা ও শিশুদের অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে বলা হচ্ছে। কেননা করোনা ঝুঁকি সবচেয়ে বেশি ৬৫ বছরের উপরের বৃদ্ধ, প্রসূতী ও শিশুদের তাই এঁরা যেন সম্পূর্ণ ভাবে বাড়িতে থাকেন সেটাই নতুন নির্দেশিকায় বলা হয়েছে।পাশাপাশি যাঁদের হার্টের সমস্যা, ডায়াবিটিস, ক্যানসারের মতো রোগ আছে তাঁদেরও বাড়ি থেকে বেরোতে না করা হচ্ছে। তাছাড়া রেড, গ্রিন, অরেঞ্জ তিনটি জোনেই সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে মেডিকেল ক্লিনিক খোলা রেখে সাধারণ চিকিৎসা ব্যবস্থা চালু করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service