2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পাহারের মাটি ধ্বসে পরে প্রান হারালো একই পরিবারের তিনজন 

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রবল বর্ষারফলে শান্তির বাজার মহকুমায় ব্যাপক ক্ষতিহয়েছে। এরইমধ্যে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় পাহারের মাটি ধ্বসে পরে ঘুমের মধ্যে চিরনিদ্রায় আচ্ছিতহলো একই পরিবারে তিনজন। জানাযায় কচ্ছপ ছড়া পাড়ার বসবাসকারি ত্রিসংকু চাকমা অন্যান্যদিনেরন্যায় সোমবার রাত্রিবেলায় উনার পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়েপরে।

প্রবল বর্ষায়ফলে মঙ্গলবার ভোর আনুমানিক ৪ ঘটিকায় ত্রিসংকু চাকমার ঘরের মধ্যে পাহারের মাটি ধ্বসেপরে। এতেকরে মাটি চাপাপরে ত্রিংসকু চাকমা উনার সহধর্মীনি রঞ্জনি চাকমা ও উনার ১২ বছরের কন্যাসন্তান বিনিতা চাকমা চিরনিদ্রায় আচ্ছন্নহয়েপরে। মঙ্গলবার ভোরের আলো দেখতে পেলোনা ত্রিসংকু চাকমা ও উনার পরিবারের লোকজনেরা।

জানাযায় দেবীপুর এলাকায় রাস্তা খারাপহবার কারনে প্রসাশনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হতেপারছেনা। তাই এলাকার লোকজনেরা একত্রিত হয়ে উদ্ধারকাজে হাতবারিয়েদেয়।জানাযায় পরিবারের অপর একরসদস্য এই দুর্ঘটনায় আহত হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service