জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী সব সময় বলে থাকেন মা-বোনদের শক্তিশালী না করতে পারলে সমাজ কোনদিন শক্তিশালী হবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ত্রিপুরায় মাত্র ৪ হাজার স্ব-সহায়ক দল ছিল। আর এখন রাজ্যে ৫৬ হাজার স্ব-সহায়ক দল হয়েছে।এর সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৫ লাখ মহিলা। মহিলারা সংসারের কাজকর্মের পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক ভাবে উন্নতি করছেন।
সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই স্ব-সহায়ক দলের মহিলাদের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। এতো বড়ো একটা সামাজিক পরিবর্তন হয়েছে। শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে নির্বাচনী জনসভায় এই কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর জেলায় ভোট প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
শনিবার কদমতলা কুর্তি বিধানসভায এলাকার কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। সভায় বিভিন্ন জায়গা থেকে শত শত নারী- পুরুষ অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী দেববর্মণ, শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়ক যাদব লাল নাথ সহ অন্যরা।
সভায় কংগ্রেস- সিপিএম এর কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিকে কদমতলায় জনসভার আগে মুখ্যমন্ত্রী প্রার্থীকে নিয়ে রোড শো করেন কাঞ্চনপুরে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে কাঞ্চনপুরে সাড়া জাগানো রোড শো হয়। কাঞ্চনপুর মন্ডল কার্যালয় থেকে রোড শো শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে। প্রচুর মানুষ এতে শামিল হন। মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পূর্ব আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মণ, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য কার্যকর্তারা।
Leave feedback about this