জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শন চালাচ্ছেন বিভিন্ন এলাকায় , ক্ষতিয়ে দেখছেন এলাকাবাসীর সমস্যা। তার সাথে সাথে রাজ্যের বাজারগুলি বিজ্ঞানসম্মত করার পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম , যার দরুন রাজ্যের বাজারগুলি হবে আধুনিকীকরণ। সেদিকে লক্ষ্য রেখে রবিবার রাজধানী আগরতলা জিবি বাজার পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ- সভাপতি ডাঃ অশোক সিনহা , প্রদেশ বিজেপি সহ- সভানেত্রী পাপিয়া দত্তসহ এলাকার কর্পোরেটর ও অন্যান্য নেতৃত্বরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান, জিবি বাজারকে আধুনিকীকরণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে কেননা , এখানে রয়েছে রাজ্যের প্রধান হাসপাতাল গোবিন্দ বল্লভ হাসপাতাল , যেখানে রাজ্যের নানা প্রান্ত থেকে রোগীরা আসে , অনেকে প্রাইভেট গাড়ি নিয়েও আসে যার ফলে অনেক সময় দেখা দেয় পার্কিং এর সমস্যা সেদিকে লক্ষ্য রেখেই বাজার কমিটির সহযোগিতা নিয়ে আগামী মার্চ মাস থেকে কাজ শুরু করা জিতে পারে বলে জানিয়েছেন তিনি।
রাজ্য
জিবি বাজারকে আধুনিকীকরণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে : মেয়র
- by janatar kalam
- 2024-01-21
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this