জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী পার্থ রঞ্জন সরকার শাসকদল সহ অন্যান্য দলে ব্যাপক ভাঙ্গন ধরেছে। প্রায় প্রতিদিন দলত্যাগীরা কংগ্রেসের পতাকাতলে এসে শামিল হচ্ছে। শনিবার 7 পরিবারের 91 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছে। তাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে কংগ্রেস দলে বরণ করে নিয়েছে এই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী পার্থ রঞ্জন সরকার।গত এক মাসে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সহস্রাধিক ভোটার কংগ্রেসের পতাকাতলে শামিল হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্রে পালাবদলের ঝড় তুলছে কংগ্রেস দল। প্রায় প্রতিদিন চলছে সাংগঠনিক সভা ও নির্বাচনী প্রস্তুতির ওপর আলোচনা।
রাজ্য
মিমির ঘরে পার্থের থাভা, কংগ্রেসে যোগদান ৯১ ভোটার
- by janatar kalam
- 2022-11-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this