জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণধোলাইয়ে মৃত্যুমুখী এক চোর। ঘটনা জিবি বাজার এলাকায়। সংবাদে প্রকাশ, দুই বন্ধু মিলে এক ব্যক্তির কাছ থেকে মানিব্যাগ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় এক বন্ধু । জানা যায় ওই এলাকাতে সুজিত দাস এবং তার বন্ধু এক ব্যক্তির মানিব্যাগ ছিনতাই করার সময় স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুজিত দাসের সঙ্গে থাকা অপর চোর।পরে এলাকাবাসীরা সুজিত দাস নামে ২২ বছরের ওই চোরকে আটক করে গণপিটুনি দেয়।এতেই আহত হন ওই চোর সুজিত দাস। তাকে আটক করার পর এলাকাবাসীরা তাকে বেধড়ক মারধর করে। পরে তারে নিকটবর্তী আত্মীয়রা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সুজিত দাস নামে ২২ বছরের চোর।
অপরাধ
গণপিটুনিতে মৃত্যুমুখী চোর
- by janatar kalam
- 2022-10-30
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this