জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার অল ইন্ডিয়া আনএম্প্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি , ত্রিপুরা ইউনিটের উদ্যোগে জে আর বি টি অফিসের সামনে আজ বিক্ষোভ দেখানো হয় এবং সাথে জে আর বি টি কর্তৃপক্ষের নিকট এক স্মারকপত্র প্রদান করা হয় । স্মারকপত্রে উল্লিখিত দাবিগুলি সহ : ১ ) অবিলম্বে ঘোষিত পদের জন্য গৃহীত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে । ২ ) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ন বেকারদের অবিলম্বে চাকুরীতে নিয়োগ করতে হবে। এদিন সংগঠনের আহ্বায়ক ভবতোষ দে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ২০২০ – ইং সনের ২৭ নভেম্বর জেআরবিটি কর্তৃপক্ষ ২৪১০ – টি গ্রুপ সি পদে এবং ২৫০০ – টি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল । পরবর্তী সময়ে ঐ বছরের ৩ – রা ডিসেম্বর আরও একটি বিজ্ঞপ্তি জারি করে এবং একই সাথে নির্ধারিত পরীক্ষার সময়সূচিও ঘোষনা করে । কিন্তু ঐ সময় দেশব্যাপী করোনা অতিমারির কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায় । দ্বিতীয় দফায় পরীক্ষার সময়সূচিও স্থগিত হয়ে যায় একই কারণে । এরপর ২০২১ – ইং সালের ২০ আগষ্ট এবং ২২ আগষ্ট নির্ধারিত দুটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হয় । বিস্ময়ের বিষয় হলো যে ৬ – মাস অতিবাহিত হতে চললো এখনও এই পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়নি । ফল ঘোষনা নিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করেছে । ফলে যেসব বেকার যুবক – যুবতীগণ পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে । কারন সারা দেশের ন্যায় ত্রিপুরা রাজ্যেরও বেকার সমস্যা তীব্রতর । রাজ্যে কোন প্রকার শিল্প , কল – কারখানা না থাকায় বেকার যুবক – সুবতীর সামনে কর্ম সংস্থানের একমাত্র উপায় হলো সরকারী চাকুরী । এমতাবস্থায় নিয়োগ নিয়ে তাদের সামনে সংশয় দেখা দিয়েছে বলে জানান। তাই উল্লেখিত বিষয়গুলোতে ইতিবাচক দৃষ্টি যেন প্রদান করেন দপ্তরের আধিকারিকরা তার দাবী রাখেন।
রাজ্য
নিয়োগের দাবীতে বিক্ষোভ প্রদর্শন অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির
- by janatar kalam
- 2022-02-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this