জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার অল ইন্ডিয়া আনএম্প্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি , ত্রিপুরা ইউনিটের উদ্যোগে জে আর বি টি অফিসের সামনে আজ বিক্ষোভ দেখানো হয় এবং সাথে জে আর বি টি কর্তৃপক্ষের নিকট এক স্মারকপত্র প্রদান করা হয় । স্মারকপত্রে উল্লিখিত দাবিগুলি সহ : ১ ) অবিলম্বে ঘোষিত পদের জন্য গৃহীত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে । ২ ) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ন বেকারদের অবিলম্বে চাকুরীতে নিয়োগ করতে হবে। এদিন সংগঠনের আহ্বায়ক ভবতোষ দে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ২০২০ – ইং সনের ২৭ নভেম্বর জেআরবিটি কর্তৃপক্ষ ২৪১০ – টি গ্রুপ সি পদে এবং ২৫০০ – টি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল । পরবর্তী সময়ে ঐ বছরের ৩ – রা ডিসেম্বর আরও একটি বিজ্ঞপ্তি জারি করে এবং একই সাথে নির্ধারিত পরীক্ষার সময়সূচিও ঘোষনা করে । কিন্তু ঐ সময় দেশব্যাপী করোনা অতিমারির কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায় । দ্বিতীয় দফায় পরীক্ষার সময়সূচিও স্থগিত হয়ে যায় একই কারণে । এরপর ২০২১ – ইং সালের ২০ আগষ্ট এবং ২২ আগষ্ট নির্ধারিত দুটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হয় । বিস্ময়ের বিষয় হলো যে ৬ – মাস অতিবাহিত হতে চললো এখনও এই পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়নি । ফল ঘোষনা নিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করেছে । ফলে যেসব বেকার যুবক – যুবতীগণ পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে । কারন সারা দেশের ন্যায় ত্রিপুরা রাজ্যেরও বেকার সমস্যা তীব্রতর । রাজ্যে কোন প্রকার শিল্প , কল – কারখানা না থাকায় বেকার যুবক – সুবতীর সামনে কর্ম সংস্থানের একমাত্র উপায় হলো সরকারী চাকুরী । এমতাবস্থায় নিয়োগ নিয়ে তাদের সামনে সংশয় দেখা দিয়েছে বলে জানান। তাই উল্লেখিত বিষয়গুলোতে ইতিবাচক দৃষ্টি যেন প্রদান করেন দপ্তরের আধিকারিকরা তার দাবী রাখেন।