2024-12-18
agartala,tripura
রাজ্য

উদ্বোধন হল রাজ্য পুলিশের নতুন ক্রাইম ব্রাঞ্চ অফিস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলার পুরানো সেক্রেটারি অফিসে ক্রাইম ব্রাঞ্চ এর নতুন অফিস উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, তাছাড়া উপস্থিত ছিলেন আই জি আইন শৃঙ্খলা অরিন্দম দেবনাথ সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। নতুন অফিসের ফলক উন্মোচন করেন পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব। এই দিন নতুন ক্রাইম ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করে তিনিসহ অন্যান পুলিশের আধিকারিকরা অফিস পরিদর্শন করেন। এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব বলেন এখন থেকে এিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এর কাজকরা হবে তাতে করে পুলিশের জন্য কাজ করতে সুবিধা হবে তিনি আরো বলেন এ ডি নগরে যেই অফিস রয়েছে সেখান থেকে নতুন অফিসে আনা হয়েছে সব ধরনের উন্নত প্রযুক্তিতে কাজ করা হবে। তার পাশাপাশি তিনি আরো বলেন সারাদেশের সাথে সাথে রাজ্যে ও সাইবারক্রাইম বেড়ে চলেছে সেদিকে লক্ষ রেখে রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ কাজ করছে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service