2024-12-19
agartala,tripura
রাজ্য

পুলিশের হাতে আটক প্রচুর পরিমান অবৈধ শুকনো গাঁজার প্যাকেট

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা বিরোধী অভিযানে নেমে ফের একবার বিরাট সাফল্য অর্জন করে তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ । ঘটনা আজ রবিবার সকাল আনুমানিক ৯ টা ১০ মিনিট নাগাদ তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায় । একটি মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ তথা ৪৭৮ কেজি অবৈধ শুকনো গাঁজার প্যাকেট । যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা হবে । ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে নিত্যদিনের মতো তেলিয়ামুড়া থানার ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ হাওয়াইবাড়ির নাকা পয়েন্ট এলাকায় ভেহিকেল চেকিং করতে বসে । আর ঠিক এমন সময়ই আগরতলা থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি ৬ চাকার এলিভেন জিরো মডেলের মালবাহী গাড়ি যার নম্বর MH 04 JK 8349 আগরতলা থেকে রওনা হলে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ির নাকা পয়েন্ট এলাকায় আসতেই ট্রাফিক পুলিশ এই গাড়িটিকে আটকায় ও গাড়িটিতে জোরকদমে তল্লাশি চালায় । তল্লাশি চলাকালে এই গাড়িটি থেকে উদ্ধার হয় ২১ পেকেট তথা ৪৭৮ কেজি শুকনো অবৈধ গাঁজার প্যাকেট । যার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান । এইদিকে এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া ও খোয়াই জেলার ট্রাফিক DSP বিক্রম জীত শুক্ল দাস সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী । এইদিকে এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ির চালক ও সহ চালক সহ ৩ জনকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । জানা যায় এই তিনজন— রামবিনয় শর্মা (বাড়ি উত্তরপ্রদেশ),
সন্তোষ মারিয়াদ
(বাড়ি উত্তরপ্রদেশ),
কপিল কুমার কর
(বিহার) । এইদিকে পুলিশ সূত্রে জানা যায়, এই অবৈধ গাঁজাগুলো রাজধানী আগরতলা বাইপাসের L & T Jio Structure Pvt. Ltd. সংলগ্ন স্থান থেকে গাড়িতে লোডিং করা হয় । আর এই অবৈধ গাঁজাগুলো নিয়ে বহিঃরাজ্য পশ্চিমবঙ্গের হাওড়ার উদ্দেশ্যেই পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল । এখন প্রশ্ন হলো, যদি আগরতলা থেকেই এই অবৈধ গাঁজাগুলো গাড়িতে লোডিং হয়ে থাকে তাহলে আগরতলা থেকে এতগুলো থানা ও ফাঁড়ির নাকের ডগা দিয়ে কিভাবে গাড়িটি পেরিয়ে আসলো ??? তাহলে কী সরষ্যেতেই ভূত লুকিয়ে আছে ! তাহলে কী আগরতলার বেশ কিছু থানা ও ফাঁড়ির পুলিশ বাবুদের সাথেই নেশা মাফিয়াদের এখনও রফা চলছে ??? এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন মহলে এক বিরাট প্রশ্নের উঁকি দিতে শুরু করেছে ???
তবে এইদিকে আবার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে বারংবার নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্যে তেলিয়ামুড়া জুড়ে খুশির বাতাবরণ বিরাজ করছে !!

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service