2024-12-19
agartala,tripura
রাজ্য

অভাব অনটনের জেরে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চাকুরীচ্যুত এক শিক্ষকের

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যের মধ্যে ১০,৩২৩ শিক্ষকদের মৃত্যু মিছিল যেন শেষ হতে চাইছে না । দিনের পর দিন ১০,৩২৩-র সেই মৃত্যু মিছিল আজও দীর্ঘায়িত । প্রতিনিয়ত রাজ্যজুড়েই কোথাও না কোথাও চলছে সেই মৃত্যুর মিছিল । কিন্তু তেলিয়ামুড়া মহকুমায়ও এর কোন বিকল্প ছবি দেখা যায় নি । ২০২০-এ দাঁড়িয়ে ফের একবার বাস্তবের জীবন-সংগ্রামের কাছে হার মানলো ১০,৩২৩-র একজন চাকুরীচ্যুত শিক্ষক । অভাব অনটনের জেরে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হল কর্মরাই জমাতিয়া নামে ১০,৩২৩-র চাকুরীচ্যুত একজন শিক্ষক । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধন-চাকমা এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় যে, রাজ্যের মোট ১০,৩২৩ পরিসংখ্যান চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক ছিলেন তেলিয়ামুড়ার কর্মরাই জমাতিয়া, বয়স ৩২ বছর । উল্লেখ্য, স্ত্রী ও দুই সন্তান সহ তাঁর সুখের সংসার ছিল । কিন্তু বর্তমানে হঠাৎ আইনি মামলায় তাঁরও সরকারী শিক্ষকতার চাকুরী চলে যাওয়ার পর তাঁর অনেকটা “নুন আনতে পান্তা ফুরায়”-র মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে । এর ফলে তাঁর বৈবাহিক জীবনে “স্বামী-স্ত্রী” দু’জনের মধ্যে প্রায়শই নিত্যদিন “ঝগড়া-ঝুট-ঝামেলা” লেগেই থাকতো । আর এই “ঝগড়া-ঝুট-ঝামেলা” একদিন চরম আকারের রূপ ধারণ করে । আজ প্রয়াত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার স্ত্রী একদিন বৈবাহিক সম্পর্কে তুমুল ঝগড়া শুরু করে । কিন্তু যদিও এখানেই শেষ নয় পরবর্তীতে প্রয়াত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার স্ত্রী নিজ শ্বশুরবাড়ি অর্থাৎ স্বামীর ঘর থেকে বেড়িয়ে তাঁর দুই সন্তানকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায় । এইদিকে আবার পরিবার সূত্রে জানা যায়, আইনি মামলায় চাকুরীচ্যুত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার (৩২) পরিবারটি খুবই দরিদ্র এবং অসহায়তার মধ্যে দিয়ে বর্তমানে প্রতিদিনই দিন গুজরান করতো । কিন্তু রবিবারের ‘পরন্ত বিকেল’ যেন তাঁর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল । উল্লেখ্য, রবিবারের পরন্ত বিকেলের কোন এক সময় বাড়ির সকলের নজর এড়িয়ে ওই চাকুরীচ্যুত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়া (৩২) তাঁর বাড়ির পাশের কোন একটি নির্জন জায়গায় গিয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় । কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, রবিবার রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ অর্থাৎ দীর্ঘ ৮ ঘন্টার অতিক্রান্তের পর ওই এলাকার এক ব্যক্তির হঠাৎ নজরে আসে যে তাঁর বাড়ির পাশের কোন এক নির্জন জায়গায় ঝুলে আছে ওই চাকুরীচ্যুত অসহায় ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার (৩২) নিথর দেহ । এরপরে চিৎকার চেঁচামেচিতে সেখানে জরো হয় আরও স্থানীয়রা । সেই ঝুলন্ত মৃত দেহের ছবি সকলে প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি করে খবর দেয় তেলিয়ামুড়া থানায় । অতঃপর এই ঘটনার খবর পেয়ে তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে যান, তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী । পাশাপাশি প্রয়াত চাকুরীচ্যুত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার এই মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service