2024-12-19
agartala,tripura
রাজ্য

করোনাসহ অন্যান্য ভাইরাস সংক্রমণের হাত থেকে বাচতে পঞ্চকর্মের উদ্যোগে বের হল একটি প্রতিষেধক

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমানে রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন পর দিন বৃদ্ধি পেয়ে চললেও সংক্রমণ করার কোন উপায় চিকিৎসকরা বের করতে এমনি পারেননি কিন্তু রাজ্যের বনদপ্তর একটি শাখা পঞ্চকর্ম রিসার্চ ট্রেনিং এর উদ্যোগে করোনাসহ অন্যান্য ভাইরাস থেকেও বাঁচার পথ এর রূপে একটি প্রতিষেধক বের করেছেন যার মাধ্যমে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ, নাক, কান,গলাকে অন্যান্য ভাইরাস সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে বলে জানালেন পঞ্চকর্মের এমডি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service