জনতার কলম, এিপুরা উদয়পুর প্রতিনিধি :- গতকাল আনুমানিক রাএ ৯.৩০ মিঃ এিপুরার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ আগরতলা থেকে কৈলাশহর যাওয়ার পথে জিরানিয়া মাধববাড়িতে তার নিরাপত্তা রক্ষী হোটেলে ভাত খেতে গেলে হোটেলের পেছন থেকে শাসকদল বিজেপির মদতপুষ্ট সন্ত্রাসীরা বীরজিৎ সিংহের উপর প্রাণঘাতী হামলা চালায় এবং গাড়ী ভাঙচুর করে এর ফলে বীরজিৎ সিংহের নিরাপত্তা রক্ষী আহত হয়।উল্লেখ থাকে যে সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং ধর্মান্ধ রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী বীরজিৎ সিংহের উপর আরো কয়েকবার হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এই ঘটনা থেকে প্রমাণিত হয় শাসক বিজেপি বীরজিৎ সিংহের সাংগঠনিক শক্তি ও আপোষহীন লড়াইয়ের ভূমিকায় ভীত হয়ে তার প্রাননাশের চেষ্টা চালাচ্ছে। আজ উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল ডিজিপির নিকট গোমতী জেলা পুলিশ সুপারের মাধ্যমে অবিলম্বে বীরজিৎ সিংহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দল পুলিশ সুপারের নিকট বীরজিৎ সিংহের নিরাপত্তা নিয়ে পূর্ব থেকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে। আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচীতে ৮ সদস্যক প্রতিনিধি দলে ছিলেন প্রদীপ রায়,সবীতা সূএধর, নিত্য গোপাল সাহা ,প্রদীপ সরকার,উওম দে প্রমুখ।
janatar kalam Blog রাজ্য বীরজিৎ সিংহের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ এনে উদয়পুর জেলা কংগ্রেস পুলিশ সুপারের নিকট
Leave feedback about this