লক ডাউনের ফলে আটকে গেল রাজ্যে চিকিৎসসূত্রে ও আত্মীয়ের বাড়িতে আসা পাশবর্তী রাষ্ট্র বাংলাদেশের তিন নাগরিক । ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে এরা নিজ দেশে ফিরতে চাইলেও ফিরতে পারলো না লক ডাউনের ফলে । তারা যখন রাজ্যের আখাউড়া বর্ডার চেকপোস্টে গিয়ে বি এস এফের আধিকারিকদের সাথে কথা বললে কেউ কেউকে যাবার ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন । নেই তাদের কাছে পর্যাপ্ত পরিমানে টাকাও । এনিয়ে চিন্তার ভাজ তাদের মাথায় ।
রাজ্য
রাজ্যে আটকে গেল তিন বাংলাদেশী নাগরিক
- by janatar kalam
- 2020-04-19
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this