জনতার কলম ওয়েবডেস্ক :- শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বৃহস্পতিবার শ্রম দপ্তরে গন ডেপুটেশন দেওয়া হয় বিভিন্ন দাবিতে অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে একাধিক দাবিকে সামনে রেখে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। অল ত্রিপুর অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল বের হয়।
মিছিলের সামনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে নিয়ে শ্রম কমিশনারের কাচে ডেপুটেশন প্রদান করে।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি, আশিষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অসংগঠিত শ্রমিকদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বিজেপি সরকার রক্ষা করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংগঠিত শ্রমিকদের বিভিন্নভাবে বঞ্চনার শিকার হতে হয়েছে। তিনি আরো বলেন, দাবি আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সারা রাজ্যে। তাছাড়া এদিনের কর্মসূচিতে দলীয় কার্যকর্তাদের ভিড় ছিল লক্ষনীয়।
Leave feedback about this