2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চৈত্র সংক্রান্তিতে শিবের গাজনের প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুরানে কথিত আছে গ্রামীণ জনসাধারণের পূজা বলে এই পূজার নামকরণ করা হয়েছে গাজন। গ্রামীণ জনসাধারণের উৎসব তাই নাম হয় ‘গাজন। জনশ্রুতি হল গাজন উৎসবের দিন শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়। আর গাজন সন্ন্যাসীরা হলেন বরপক্ষ।

চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয়। এই গাজন তথা চরক উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি এক মাস ব্যাপী শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে খাবার সংগ্রহ করে। এই একমাস ব্যাপী নিরামিষ আহার করে তারা পরবর্তীতে চৈত্র সংক্রান্তির দিনচরক পূজা অনুষ্ঠিত করে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service