2025-01-10
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব রাজনৈতিক

রাজনীতিতে নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান

জনতার কলম ওয়েবডেস্ক :- অবশেষে ক্রিকেট থেকে অবসর নিয়ে সরাসরি রাজনীতিতে নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ।

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি । আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে । দুপুর নাগাদ তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে ।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাগুরায় রোড শো করার সময় সাকিব আল হাসান জানান,তিনি নির্বাচিত হলে, বদলে দিতে চান মাগুরাকে। ‘দোয়া’ চেয়েছেন বর্তমান-প্রাক্তন নেতাদের কাছে। আর ভোট চেয়েছেন দেশের নৌকার মাঝিদের জন্য ।

গত সোমবার (২৭ নভেম্বর ২০২৩) দুপুরে মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগের কাছ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিবের পক্ষে তার বাবা খন্দকার মাসরুর রেজা।

সেই সময় সেখানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান তুহিন । এখন দেখার বিষয় রাজনীতির ময়দানে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সফল হন কিনা ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service