2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

বিপর্যস্ত শহরের ট্রাফিক ব্যবস্থা দুর্ঘটনায় আহত তিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহর আগরতলায় বিপর্যস্ত ট্রাফিকি ব্যবস্থা অনন্য নজির তৈরি করল টমটম দুর্ঘটনা। টমটম উল্টে গিয়ে মহিলা সহ আহত তিনজন। ফায়ার সার্ভিস কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় জিবিপি হাসপাতালে। অন্য একজনকে স্থানীয় মানুষ নিয়ে গিয়েছে হাসপাতালে। ঘটনা কাঁসারি পট্টি এলাকায়। প্রসঙ্গত সম্প্রতি গোটা শহর ছেয়ে গিয়েছে তিন চাকার টমটমে। অলিগলি যে কোন রাস্তা দিয়ে বাধাহীন ভাবে ঘুরে চলছে টমটম গুলি। ট্রাফিক পুলিশের কোন নিয়ন্ত্রণ নেই টমটম চালকদের ওপর। রিক্সার মত যেকোন রোডে ছুটে চলেছে টমটম গুলি। যেখানে সেখানে প্যাসেঞ্জারের জন্য হঠাৎই দাঁড়িয়ে পড়ছে। বিশেষ করে আগরতলা পশ্চিম থানা, মহিলা থানা, এস এসডিপিও অফিস, কংগ্রেস ভবনের সামনে প্রায়ই সারিবদ্ধভাবে টমটম দাঁড়িয়ে থাকছে। পুলিশ তাদেরকে না সরিয়ে ব্যস্ত থাকে দ্বিচক্র যান গুলিকে ফাইন করা নিয়ে। এই পরিস্থিতিতে দুর্ঘটনার জন্য স্বাভাবিকভাবেই দায়ী করা যায় ট্রাফিক পুলিশ ও দুই থানার পুলিশকে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service