2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-‘ হিন্দু ধর্ম নির্মূল করতে হবে ‘ তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিনের এ ধরণের মন্তব্যের যুগ্য জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। এ দিন তিনি বলেন “এম কে স্টালিনের ছেলে যদি তার বক্তব্যে অটল থাকেন যে তিনি হিন্দুদের নির্মূল করবেন, তাহলে রাহুল গান্ধী, নীতীশ কুমার এবং লালু যাদবকে উত্তর দিতে হবে যে কী ঐতিহ্য আছে? তারা মুম্বাই মিটিংয়ের পরে তৈরি করেছে। লালু যাদব হোক বা এম কে স্টালিনের ছেলে, তাদের কোনও ভুল ধারণার মধ্যে থাকা উচিত নয়। হিন্দুরা এর জবাব দেবে এবং প্রতিরোধ করবে। রাহুলকে দেশের কাছে জবাব দিতে হবে এবং তিনি উত্তর না দিলে ফলাফল হবে। যা ২০২৪ সালের নির্বাচনে দেখা যাবে।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service