2025-01-11
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

জনতার কলম ওয়েবডেস্ক :- মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সর্বাধুনিক এ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণায় ক্ষিপ্ত হয়েছে রাশিয়া। কেননা “এফ-১৬ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, ফলে ইউক্রেনকে এসব বিমান দেওয়ার বিষয়টিকে রাশিয়া পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করবেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।”এদিকে, যুদ্ধবিমান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলেনস্কি বলেন, “যুদ্ধবিমান দেওয়ার এ সিদ্ধান্ত সত্যিকারের ঐতিহাসিক, শক্তিশালী এবং আমাদের জন্য অনুপ্রেরণামূলক।”এদিন দেশটির ইন্দোভেন বিমান ঘাঁটি পরিদর্শনে যান জেলেনস্কি। সেখানে তাকে এফ-১৬ বিমান দেখানো হয়।এফ-১৬ যুদ্ধবিমান যেহেতু যুক্তরাষ্ট্রের তৈরি- ফলে কোনও দেশ যদি তৃতীয় কোনও দেশকে এটি দিতে চায় তাহলে এ ব্যাপারে তাদের অনুমতি নিতে হয়। গত শুক্রবার এ ব্যাপারে অনুমতি দিয়েও দেয় মার্কিন প্রশাসন বলে সূত্রে জানা যায়।

 

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service