2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

দুটি শিশুর জটিল অপারেশনে সফল টিএমসি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ দিন ও ১৪ দিন বয়সি দুটি শিশুর জটিল অপারেশনে সাফল্য পেয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ। খুশি চিকিৎসক ও শিশুদের পরিবারের লোকজন। শিশু থেকে বৃদ্ধ সমস্ত বয়সী রোগীদের চিকিৎসা পরিষেবায় দিন দিন উন্নতির পথে হাঁটছে ত্রিপুরা। আগরতলার দুই দুইটি মেডিকেল কলেজেই জটিল অপারেশনে একের পর এক সাফল্য রচনা করছে। গত একমাসে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে বেশ কয়েকটি জটিল অপারেশনের সফলতা পেয়েছে চিকিৎসকরা। এবার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে দুটি শিশুর জটিল অপারেশনে দারুন সাফল্য পেয়েছে চিকিৎসকরা। রীতিমতো চিকিৎসকদের জয় জয় কার দিচ্ছে শিশুদের পরিবারবর্গ। গর্ব অনুভব করছেন চিকিৎসক নিজেও। জিরানিয়ার অর্পিতা সাহার শিশুর জন্ম হয়েছিল আইজিএম হাসপাতালে। জন্মের সময় শিশুটির ওজন হয়েছিল মাত্র এক কেজি ৮০০ গ্রাম। জন্ম থেকেই জটিল পেটের সমস্যা দেখা দিয়েছিল শিশুটির। আইজিএম হাসপাতালে চিকিৎসকরা শিশুটির ক্রিটিক্যাল অবস্থা অনুভব করে রেফার করে দিয়েছিল ত্রিপুরা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের চিকিৎসকরা দেখেই তাকে ডাক্তার বসাকের তত্ত্বাবধানে চিকিৎসার পরামর্শ দেন। ডাক্তার বসাক সাত দিন বয়সী শিশুটির পেটে অপারেশন করে সফল হন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। খুশি তার জন্মদাত্রী মা। এদিকে সোনামুরা মহাকুমার কাঠালিয়া থেকে ১৪ দিনের একটি শিশুকে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি করানো হয়েছিল জিবি হাসপাতালে। জিবি থেকে শিশুটিকে রেফার করা হয়েছিল ত্রিপুরা মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর দেখে শিশুটির পেটে বড় টিউমার রয়েছে। তৈরি করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করে। সফল অস্ত্রোপচার করেন, বর্তমানে এই শিশুটির অবস্থাও স্থিতিশীল রয়েছে। দুই দুইটি সফল অস্ত্রোপচার করেন, হাসপাতালের পিডিয়াট্রিক ডাক্তার অনিরুদ্ধ বসাক। প্রসঙ্গত ডাক্তার বসাকের তত্ত্বাবধানে ত্রিপুরা মেডিকেল কলেজে এর আগেও শিশুদের অনেক জটিল অপারেশনে সফলতা পেয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service