2025-05-18
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

৭ দফা দাবিতে বিশালগড় সিপিআইএম কমিটির ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত দফা দাবিতে বিশালগড় সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট ডেপুটেশন দেওয়া হয়। এলাকার উন্নয়নের স্বার্থে ৭দফা দাবিতে এই ডেপুটেশন। ডেপুটেশান কালে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম উত্তর অঞ্চল কমিটি নেতৃত্ব প্রদীপ দেবনাথ, হিমাদ্রি শেখর ঘোষ, মোশারফ হোসেন, নুরনাহার বেগম সহ অন্যান্যরা।

তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রঘুনাথপুর পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা সংস্কার করা, তেবাড়িয়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা সংস্কার করা, কড়ুইমুড়া থেকে নোয়াগাড়া মসজিদ পর্যন্ত ভায়া তেবারিয়া রাস্তাটি মেরামত করা, কড়ুইমুরা বাজারে জলের উৎসটি সারাই করা, কড়ুইমুড়া বাজার ব্যবসায়ীদের জন্য বাজারে একটি শৌচালয়ের ব্যবস্থা করতে সহ আরো কিছু দাবি উথ্যাপন করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service