2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

৬৪ পরিবারের ২২৩ ভোটার কংগ্রেস- সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগদান 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন দোরগোড়ায় রাজ্যে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দল ছেড়ে বহু ভোটার যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। লোকসভা নির্বাচন ঘোষণার দিনেও বিরোধী সিপিএম- কংগ্রেস দলে ভাঙন। শনিবার বড়জলা বিধানসভা এলাকায় বিরোধী দুই দল ছাড়লেন অনেক ভোটার।

এদিন লঙ্কামুড়া ২৫ নম্বর বুথে হয় যোগদান সভা। এদিন ৬৪ পরিবারের ২২৩ ভোটার কংগ্রেস- সিপিএম ত্যাগ করেন। এদের মধ্যে বেশিরভাগ ভোটার সিপিএম এর। দল ত্যাগীদের স্বাগত জানান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি বড়জলা মণ্ডল সভাপতি মুকুল রায়, পুর নিগমের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিত্রা রানী দাস সহ অন্যান্যরা।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service