জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী বিশেষ স্কলারশিপ প্রকল্পে ইউপিএসসি ফাইনাল পরীক্ষার্থী তিনজন পেল পাঁচ লক্ষ টাকা করে চেক। মূলত রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হয় এই স্কলারশিপের আবেদন করতে। যাদের বাৎসরিক আয় ১০ লক্ষ টাকার নিচে এবং ইউপিএসসি পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ কেবলমাত্র তারাই এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। গত বছর এই স্কলারশিপ পেয়েছিল একজন এবছর পেয়েছে তিনজন। এ বছর যারা এই স্কলারশিপ পেয়েছে, তারা হল শান্তিরবাজার মুহুরী পুরের জয় দেবনাথ, আগরতলা উজান অভয়নগরের জ্যোতিষ মান চাকমা, এবং কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডের ভিক্টর দেববর্মা। তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর হাত থেকে ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। বাকি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাদেরকে আরো বিশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।
রাজ্য
শিক্ষা
৫ লক্ষ টাকা করে স্কলারশিপ পেল ইউপিএসসি পরীক্ষার্থীরা
- by janatar kalam
- 2023-09-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this