2025-08-26
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

৫০ হাজার যুবককে চাকরির লক্ষ্য নিয়ে লখনৌতে শুরু রোজগার মহাকুম্ভ

জনতার কলম ওয়েবডেস্ক :- লখনৌর ইন্দিরা গান্ধী প্রতিষ্টানে তিন দিনের ‘রোজগার মহাকুম্ভ’-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বোধনী ভাষণে তিনি বলেন— “যুবকরাই অপরিসীম শক্তি ও সম্ভাবনার উৎস। বিশ্বের সর্বাধিক তরুণ জনসংখ্যা ভারতের, আর তার মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে। সুযোগ পেলে এখানকার যুবকরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে, তাই আজ বিশ্বজুড়ে ইউপির যুবকদের চাহিদা রয়েছে।”

মুখ্যমন্ত্রী জানান, গত আট বছরে সরকারের নেওয়া উদ্যোগের ফলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে। আগে যেখানে গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে অন্যত্র পাড়ি দিত, এখন সেখানেই কর্মসংস্থান তৈরি হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া বহু ক্ষুদ্র ও কুটির শিল্প আবার সক্রিয় হয়েছে। বর্তমানে এ ধরনের ইউনিটের সংখ্যা ৯৬ লক্ষ ছাড়িয়েছে।

তিনি আরও বলেন, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট (ODOP) ও এমএসএমই খাত করোনা-পর্বে বড় ভূমিকা নিয়েছিল। সেই সময় প্রায় ৪০ লক্ষ শ্রমিক রাজ্যে ফিরে আসে এবং এই প্রকল্পগুলির মাধ্যমে তাদের কর্মসংস্থান হয়। বর্তমানে উত্তরপ্রদেশ পঞ্জিভুক্ত শিল্প ইউনিটকে পাঁচ লক্ষ টাকার বীমা কভার দেওয়া দেশের প্রথম রাজ্য।

যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনা ও সিএম যুব উদ্যোক্তা যোজনা চালু করেছে। এর মাধ্যমে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ এবং উদ্যোগ গড়ে তোলার সুযোগ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বিগত আট বছরে এই উদ্যোগগুলির ফলেই পরিবর্তন সম্ভব হয়েছে।

সরকারি চাকরির ক্ষেত্রেও সাফল্যের কথা তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তার বক্তব্য অনুযায়ী—

পুলিশের ক্ষেত্রে ২.১৯ লক্ষ নিয়োগ,

শিক্ষকের পদে ১.৫৬ লক্ষ নিয়োগ,

সব মিলিয়ে ৮.৫ লক্ষের বেশি সরকারি চাকরি দেওয়া হয়েছে।

শ্রমমন্ত্রী অনিল রাজভর জানান, স্বাধীনতার পর থেকে ২০১৭ পর্যন্ত যত কারখানা রেজিস্ট্রেশন হয়নি, তার থেকেও বেশি হয়েছে যোগী সরকারের সময়ে।

এই রোজগার মহাকুম্ভে দেশের ও বিদেশের ১০০-র বেশি নামী কোম্পানি অংশ নিচ্ছে। লক্ষ্য রাখা হয়েছে অন্তত ৫০ হাজার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার। এখানে অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন।

মঞ্চে বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আলোচনা, অন-স্পট ইন্টারভিউ ও প্লেসমেন্ট ড্রাইভের পাশাপাশি প্রদর্শনীর মাধ্যমে রাজ্যের উন্নয়ন, নতুন শিল্পনীতি এবং দক্ষতা উন্নয়ন মডেলেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service