2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৫০০ কোটি টাকা ব্যয় করে গড়ে উঠছে ৮৫ একর জায়গার উপর তেলের ডিপো : সুশান্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার রাজধানী আগরতলার গোর্খাবস্তিস্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হলঘরে রাজ্য প্রশাসন ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর উচ্চপদস্থ আধিকারিকগণের উপস্থিতিতে সেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর নির্মানাধীন প্রজেক্ট সাইটের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আহুত এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে এই প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকেরা তাদের বক্তব্য মন্ত্রীর সম্মুখে উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনার পর বৈঠকে উপস্থিত আধিকারিকদের এই প্রকল্পের কাজকে আরও ত্বরান্বিত করে দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন মন্ত্রী সংবাদ নাধ্যমকে জানান প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় করে সেকেরকোটে গড়ে উঠছে ৮৫ একর জায়গার উপর তেলের ডিপো । যেখানে পেট্রোল ডিজেল ও কেরোসিন তেল মজুদ রাখা হবে। যার মাধ্যমে পরবর্তীকালে বাংলাদেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।মন্ত্রী শ্রী চৌধুরী এদিন আরও জানান বর্তমানে রাস্তা সংস্কারসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করা যাবে । বর্তমানে ধর্মনগরে যে তেলের ডিপোটি রয়েছে সেটা ২০২৪ সালের পর সেকেরকোটে স্থানান্তরিত করা হবে বলে জানান। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার ( অপারেশনস) নীতিন ভাটনাগর, ডেপুটি জেনারেল ম্যানেজার ( অপারেশনস) দীপক কুমার পাঠক, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্য আধিকারিকেরা।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service