জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমের পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে ঝড়ো প্রচার চলছে। প্রতিদিন বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা প্রচারে অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গায়। কোথাও হচ্ছে সভা, আবার কোথাও রোড শো। এসব কর্মসূচীতে এসে বিরোধী দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন অনেকেই।
শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে হয় নির্বাচনী সভা। এদিন ধলাই জেলার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রে হয় নির্বাচনী কর্মসূচী। সুরমা বিধানসভা কেন্দ্রের মেনদি গোলক বাজারে হয় যোগদান সভা। সেখানে মোট ৪২ পরিবারের ১৮০ জন ভোটার সিপিআইএম- কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
তাদের বিজেপিতে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যরা।সভায় প্রদেশ বিজেপি সভাপতি বিরোধী সিপিএম-কংগ্রেসের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে। তিনি সকলের কাছে আহ্বান জানান দুই লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থীকে জয়ী করে মোদীজিকে দুটি পদ্মফুল উপহার দেওয়ার জন্য।
Leave feedback about this