জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৩রা অক্টোবর সারা দেশের সাথে ত্রিপুরায়ও কালো দিবস পালন করবে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। একই সঙ্গে সমস্ত জেলা মহকুমাতে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার বার্তা জানিয়েছে কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর। পবিত্র কর অভিযোগ করে আরো বলেন এই দিনটিতেই উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষক আন্দোলনে পাঁচজন কৃষক সহ এক সাংবাদিককে গাড়ি দিয়ে পিষে মেরেছিল এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। তারপরেই গর্জে উঠেছিল সমস্ত কৃষক সংগঠনগুলি। আজও এই মামলার কোনও সুরাহা হয়নি।
রাজনৈতিক
রাজ্য
৩রা অক্টোবর কালো দিবস পালন করবে কৃষক সভা
- by janatar kalam
- 2023-09-28
- 0 Comments
- Less than a minute
- 2 years ago


Leave feedback about this