জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’র ১৯ তম কিস্তির টাকা আগামী ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের ভাগলপুরের কিষাণ সম্মান সমারোহ থেকে প্রদান করবেন। এই কর্মসূচিতে দেশের ৯ কোটি ৭০ লক্ষের অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে ২২ হাজার কোটি টাকারও বেশি প্রদান করা হবে। ১৯ তম কিস্তিতে রাজ্যের নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫০ কোটি ৮৬ লক্ষ ৩০ হাজার টাকা হস্তান্তর করা হবে।
রাজ্যের কৃষি মহকুমা এবং জেলাগুলিতে এই কিস্তির টাকা প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। অরুন্ধতিনগরস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই অনুষ্ঠানে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত থাকবেন। আজ সন্ধ্যায় সচিবালয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৭৭ হাজার ৯৭০ জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ৭৯১ কোটি ৭৫ লক্ষ ৮২ হাজার টাকা প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত কিষান ক্রেডিট কার্ডে রাজ্যের ৩ লক্ষ ৮১ হাজার ৬৮৫ জন কৃষককে ২ হাজার ১৪২ কোটি ৫৮ লক্ষ টাকা কৃষি ঋন প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত ২ লক্ষ ২৫ হাজার ৩৬৫ মেট্রিক টন ধান ১ লক্ষ ১৭হাজার ১০৮ জন কৃষকের কাছ থেকে সহায়ক মূল্যে ক্রয় করা হয়েছে।
তাছাড়াও রাজ্যের ১ লক্ষ ৮৮ হাজার ৩৪২ জন কৃষককে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। তিনি জানান, অন্নদাতা কৃষকদের আয় দ্বিগুণ ও তাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় উপস্থিত ছিলেন।
Leave feedback about this