2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

২০৪৮ সালের মধ্যে ভারত আবার শ্রেষ্ঠ আসন নেবে : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোদিজীর গ্যারান্টির গাড়ি নিয়ে ধনপুরের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে গেল কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।বলেন আয়ুষ্মান ভারত কার্ড থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা , প্রধানমন্ত্রী আবাস যোজনা , কৃষক ভাতা থেকে শুরু করে এমন কোন যোজনা বাদ যায়নি ধনপুরের মানুষ পায়নি । ধনপুর এর ব্যাপক উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার । সীমান্ত এলাকার প্রতিটি রাস্তাঘাট , পানীয় জল , কৃষকদের সেচের জলের ব্যবস্থা সব কিছুর দিকে সমভাবে গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার । এছাড়াও রাজ্যবাসীকে আত্মনির্ভর করাতে নতুন করে প্রকল্প চালু করেছে পিএম বিশ্বকর্মা যোজনা । এই দুজনার মাধ্যমে সমাজের সমস্ত অংশের মানুষদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র ভারতবর্ষকে একই সুতায় বেঁধে উন্নয়নের মাপকাঠিতে একাকার করতে চাইছে। যাতে করে সাধারণ মানুষ দারিদ্রতার গ্লানি মুছে দিয়ে আত্মনির্ভর হয়ে উঠতে পারে । সেই লক্ষ্যেই দেশের প্রতিটি লোক কাজ করে চলছে । ২০৪৮ সালের মধ্যে ভারত সবার মাঝে শ্রেষ্ঠ আসন নেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে ।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service