2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

১৬ দফা দাবিতে আবারো রাস্তায় নামতে চলেছে সি আই টি ইউ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন শারদোৎসবের একমাস পূর্বে সমস্ত পেশায় নিযুক্ত শ্রমিকদের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বোনাস এক্সগ্রোসিয়া প্রদানের ক্ষেত্রে শ্রমদপ্তরকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সকল স্তরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ছাঁটাইকৃত সমস্ত প্রকল্প কর্মীদের কাজে পুনর্বহাল, কর্ম ক্ষেত্রে সর্বত্র কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, ভাতা প্রাপকদের বকেয়া ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়া, সমস্ত নির্মাণ ক্ষেত্রের শ্রমিকদের নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের অন্তর্ভুক্ত করা সহ শ্রমজীবী অংশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট মোট ১৬ দফা দাবিতে আবারো রাস্তায় নামতে চলেছে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট গণডেপুটেশন প্রদান করবে সংগঠন। ইতিমধ্যেই সময় চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট দেওয়া হয়েছে চিঠি। শুক্রবার আগরতলায় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সিআইটিইউ রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। শ্রমিক নেতৃত্ব সমর চক্রবর্তী পাঞ্চালি ভট্টাচার্যদের পাশে রেখে এদিন শ্রী দত্ত আরো বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের শ্রমজীবী অংশের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিল রেগা প্রকল্পে শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি করা হবে। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। একই সাথে রাজ্যের চা শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করা হয়নি। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও বলেন রাজ্যের রেল পরিষেবার অব্যবস্থাগুলি ইতিমধ্যেই স্থানীয় রেল আধিকারিক দের দৃষ্টিতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যে দূরপাল্লা রেলের সংখ্যা বাড়লেও পরিষেবার মান অত্যন্ত নিচের দিকে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service