জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘনিয়ে আসছে ২০২৪ লোকসভা মির্বাচন , এই নির্বাচনকে কেন্দ্র করে সবকটি রাজনৈতিক দলই ময়দান চোষে বেড়াচ্ছেন। যেই ক্ষমতাই আসবে সেই দেশ শাসন করবে।এদিক থেকে কিছুটা হলেও অন্যান্য দলগুলির চাইতে এগিয়ে শাসক দল। এই শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলো কিছু সংখ্যক পরিবার , এর মধ্যে রয়েছে তীপ্রামথা, সিপিআইএমও। রবিবার শান্তিরবাজার বিধানসভা এলাকার ১৩ জন নেতৃত্ব সহ ৪৫ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করে। প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান সভার মধ্যদিয়ে নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান কংগ্রেস দলকে শক্তিশালী করার সংকল্প নিয়ে নবাগত ভোটাররা এইদিন কংগ্রেস দলে যোগদান করেছে। দলকে মজবুত করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার জন্য সংকল্প নিয়েছে নবাগত ভোটাররা
রাজনৈতিক
রাজ্য
১৩ জন নেতৃত্ব সহ ৪৫ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান
- by janatar kalam
- 2024-01-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this