2024-12-21
Ramnagar, Agartala,Tripura
পর্যটন রাজনৈতিক

১১ ডিসেম্বর থেকে পাস ইস্যু করা হবে,অর্থের বিনিময়ে এন্ট্রি পাস বিক্রয় করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ : পর্যটনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটন দপ্তরের প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান হবে ১৪ ডিসেম্বর। সেদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে মূল অনুষ্ঠান। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল।

১১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তরের অফিসে দেওয়া হবে এন্ট্রি পাস। মঙ্গলবার গীতাঞ্জলি গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মঙ্গলবার এক পর্যালোচনা বৈঠক করা হয়েছে।

মূল অনুষ্ঠান দেখার জন্য রাখা হবে এন্ট্রি পাসের ব্যবস্থা। পাস নিতে কাউকে কোন ধরনের টাকা দিতে হবে না। তিন ধরনের এন্টি পাস থাকবে। তিন ধরনের পাসের রং তিন রকমের হবে। সেই রং-এর সাথে মিলিয়ে প্রবেশের গেট থাকবে। সেই গেট দিয়ে দর্শকদের আস্তাবল ময়দানে প্রবেশ করতে হবে।

তিনি আরো জানান ১১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে পাস ইস্যু করা হবে। এন্ট্রি পাস নিয়ে কোন ধরনের যেন কালোবাজারি করা না হয়, তার জন্য সতর্ক বার্তা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি স্পষ্ট জানান এন্ট্রি পাস সংগ্রহ করতে কোন টাকা প্রদান করতে হবে না।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service