2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

হৃদরোগের উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে জিবিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হৃদরোগ চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে রাজধানীর এজিএমসি এন্ড জি বি পি হাসপাতাল । চলতি বছরে ১২০ টির উপর হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে । এছাড়াও ৭০ টি এনজিওগ্রাফি , প্রায় ৩০ থেকে ৩৫টি এনজিও প্লাস্টি এবং ২২ টি প্রেসমেকার বসানো হয়েছে ।এছাড়াও চারটি পেরিফেরাল এনজিওপ্লাস্টি করা হয়েছে । বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন ডা; অনিন্দ্য সুন্দর ত্রিবেদী ,এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রাজেশ দাস , এবং আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service