2024-12-23
Ramnagar, Agartala,Tripura
দেশ

হিমাচল প্রদেশে বন্যার পর ভূমিকম্পের ধাক্কা,৭ জনের মৃত্যু, ৫০ নিখোঁজ

 

জনতার কলম ওয়েবডেস্ক :- মেঘ ফেটে হিমাচল প্রদেশের ৪টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ৩.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এনডিআরএফ-এর সহকারী কমান্ড্যান্ট করম সিং বলেছেন, “মেঘ বিস্ফোরণের স্থানটি এখান থেকে মাত্র ১০-১২ কিলোমিটার দূরে। প্রায় ২০-২৫ ঘরবাড়ি এবং ৪০-৪২ জন মানুষ ভেসে গেছে। “ভারতীয় সেনাবাহিনীর সাথে এনডিআরএফের দুটি দল এখানে উপস্থিত রয়েছে।” সিআইএসএফ, আইটিবিপি, এসডিআরএফ এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের দ্বারা এখান থেকে কিছু মৃতদেহ উদ্ধার করা হতে পারে। “আমরা ক্রমাগত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছি।”

হিমাচল প্রদেশের পার্বতী নদীর উপর মালানা বাঁধ ধসে পড়েছে, এলাকার বাড়িঘর, মন্দির ও ফসলের ক্ষতি হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service