জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন ধরেই একটা বড় র্যাকেট চলছিল। বন্যপ্রাণীর দেহের অংশ থেকে শুরু করে চামড়া পাচারের। অভিযোগ রয়েছে এই র্যাকেটের সাথে যুক্ত কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান বলে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়ান, টুকরিয়াঝাড় বন দফতর এবং ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’র শিলিগুড়ি শাখা হাতির দাঁত–সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।এদিকে কেন্দ্রীয় বাহিনীর ওই দুই জওয়ানের মধ্যে একজন বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ) কর্মরত। আর একজন কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে। ওই পাঁচজন পাচারকারীকে নকশালবাড়ি থানার হাতে তুলে দিয়েছে এসএসবি। জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এদের জালে তোলা হয় বলে। বন দফতর সূত্রে খবর, ধৃতদের নাম তপন থাপা, প্রভু মুন্ডা, শ্রিয়ান খেরিয়া, ধরম দাস লোহার, রিয়াস প্রধান। উদ্ধার হওয়া হাতির দাঁত ভুটান থেকে নকশালবাড়ি হয়ে নেপালে পাচারের ছক কষা হয়েছিল। ধৃতদের হেফাজত থেকে ৯৪৫ গ্রাম ওজনের হাতির দাঁত উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর সংশ্লিষ্ট দফতরেও। এই বিষয়ে ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসার রজনীশ কুমার বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’ বন দফতরের অনুমান, ওই হাতিটিকে মেরে দাঁত বের করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। যদিও এই দাঁত সেই মৃত হাতিরই কি না সেটা এখনও নিশ্চিত হতে পারছেন না বন দফতরের কর্তারা।
Leave feedback about this