2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

হরিয়ানা দখল করে কেন্দ্রের নজরে বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হরিয়ানায় বিধানসভায় জয়ের আনন্দের রেশ ত্রিপুরায়ও। কারণ সেই রাজ্যের প্রভারি হলেন ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। স্বাভাবিক ভাবেই উল্লসিত বিপ্লব অনুগামীরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়জয়কার বিজেপির। হরিয়ানায় তৃতীয় বারের মতো সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির।

হরিয়ানায় বিজেপির বিপুল জয়ের সুবাদে হরিয়ানার প্রভারী তথা পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ বিপ্লব কুমার দেবের ধলেশ্বরস্থিত বাসভবনে আনন্দে মেতে উঠলো বিপ্লব অনুগামীরা। সাংসদ বিপ্লব কুমার দেবের বাস ভবনের সামনে বিজেপি দলের কর্মী সমর্থকরা একে অপরকে গেরুয়া লাড্ডু খাইয়ে দিয়ে আনন্দে মেতে উঠেন।

পোড়ানো হয় বাজি। সাংসদ বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া হয় শ্লোগান। বিজেপি নেতা সুকান্ত ঘোষ জানান হরিয়ানার প্রতিটি মানুষের হুদয়ে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তার থেকে নির্বাচনের আগেই আভাস পাওয়া গিয়েছিল হরিয়ানায় বিজেপির জয় নিশ্চিত। উৎসবের প্রাক- মুহূর্তে যেন বিজেপি কর্মীদের মধ্যে এর জন্য বাড়তি উন্মাদনা।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service