2025-01-10
Ramnagar, Agartala,Tripura
খেলা রাজ্য

স্বাধীনতা দিবস উপলক্ষে দৌড় প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ক্রসকান্ট্রি দৌড় প্রতিযোগিতা। সোমবার রাজধানীর উমাকান্ত স্কুলের সামনে থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। প্রতিযোগিতায় বালিকাদের তিন কিলোমিটার ও বালকদের পাঁচ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করতে হয়েছে। শেষে প্রতিযোগীদের হাতে দপ্তরের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন পশ্চিম জেলার অনেক যুবক-যুবতী স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই দৌড় প্রতিযোগিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সামনে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আত্ম বলিদানের ইতিকথাও তুলে ধরেছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service